https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

উখিয়ার পহাড়ে অস্ত্রের কারখানা, ৩ রোহিঙ্গা আটক

পাবলিক ভয়েস
নভেম্বর ৮, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ‘অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান পেয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সোমবার ভোররাতে কুতুপালং এক্সটেনশন-৪ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে ওই কারখানায় অভিযান চালিয়ে ১০টি আগ্নেঅস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছেন তারা।

 

আটকরা হলেন- কুতুপালং ১-সি ক্যাম্পের জি-ব্লকের মৃত আজিজুর রহমানের ছেল মো. বায়তুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) এবং একই ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছন (২৪)।

মেজর মেহেদী বলেন, “রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ওই পাহাড়ে সংঘবদ্ধ একটি চক্র কারখানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে আসছিল। সেখানে তৈরি অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হত। এ খবর পেয়েই ভোররাতে সেখানে অভিযান চালায় আমাদের একটি দল।,

 

অভিযানের বিবরণ দিয়ে তিনি বলেন, “র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা ওই অস্ত্রের কারখানার নিয়ন্ত্রণ নেয়।”

 

এসময় কয়েকজন পালিয়ে যেতে পারলেও র‌্যাব সদস্যরা তিনজনকে আটক করে বলে জানান মেজর মেহেদী।

তিনি বলেন, ওই কারাখানা থেকে ১০টি বন্দুক এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামা উদ্ধার করা হয়।

“আটকরা বলেছে, এসব অস্ত্র তারা রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে সরবরাহ করত।”

তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মেজর মেহেদী হাসান।