চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আখতার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত নির্দেশনাসমূহ সবাইকে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।