https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

চুপিসারে বাগদান সারলেন ভিকি-ক্যাটরিনা

পাবলিক ভয়েস
নভেম্বর ৮, ২০২১ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। দুজনে ডেট করছেন। বলি অন্দরে গুঞ্জন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নাকি বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পোশাক তৈরিও নাকি শুরু হয়ে গেছে। এর মধ্যেই জানা গেল, চুপিসারে বাগদান সেরেছেন ভিকি-ক্যাটরিনা। 

সূত্রের খবর, পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতেই অ্যাংগেজমেন্ট সারলেন ভিকি-ক্যাটরিনা। ক্যাটরিনা পরিচালক কবীর খানের সঙ্গে নিউ ইয়র্ক, এক থা টাইগার, টাইগার জিন্দা হের মতো হিট ছবি করেছেন। মূলত কবীরকে ক্যাট তার ভাই পাতিয়েছেন, সেই কারণেই হয়ত তার জীবনের বিশেষ মুহূর্তে তাদের সামিল করেছেন।