জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় জিডি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মো. মঈন উদ্দিন। তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
রোববার (২ মে) বিকেল তিনটার দিকে পাঁচলাইশ থানায় জিডিটি করেন মো. মঈন উদ্দিন। জিডি নম্বর ৮১। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।