https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ফেক আইল্যাস লাগানো কি জায়েজ?

পাবলিক ভয়েস
নভেম্বর ৮, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

মেয়েরা সাজসজ্জার উদ্দেশ্যে যে ফেক আইল্যাস (নকল চোখের পাপড়ি) পরিধান করে থাকে। আর ফেক আইল্যাস মুহূর্তেই চোখের আবেদন সহস্র গুণ বাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো- সেটি পরিধান কি জায়েজ?

ইসলামি শরিয়তে পরচুলা লাগানো হারাম। বর্তমান সময়ের একদল ইসলামিক স্কলার বলেন, চোখে কৃত্রিম পাপড়ি লাগানো পরচুলা লাগানোর মতোই। কাজেই এটিও বৈধ হবে না। তাছাড়া এতে এক ধরনের ধোঁকার আশঙ্কা থাকে। আর ধোঁকা শরিয়তের দৃষ্টিতে হারাম।