https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ফাইনালেও ভারতকে হারাতে চায় পাকিস্তান

পাবলিক ভয়েস
নভেম্বর ৮, ২০২১ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান হারিয়েছে ভারতকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আবারও খেলার সুযোগ আছে বাবর আজমদের। যদি দুই দলই ফাইনালে ওঠে, তাহলেই সম্ভব সে স্বপ্নের মহারণ। 

তেমন কিছু হোক, তা খুব করে চাইছেন পাকিস্তান কিংবদন্তি শোয়েব আখতার। তবে যে কারণে ভারতের মুখোমুখি হতে চাইলেন তিনি, তা শুনলে ভারতীয় সমর্থকদের গা জ্বালা করবে নিশ্চিত। ভারতকে আবারও হারিয়ে পাকিস্তান জিতুক শিরোপা, সেটাই চাইছেন তিনি।