মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন আহত হয়েছেন।
রোববার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে প্রথম দফায় ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলামের নতুন বাড়ির সামনে ও দ্বিতীয় দফায় বিকেল পৌনে ৩টার দিকে আজিজুল ইসলামের পুরাতন বাড়ি থেকে ১০০ গজ দক্ষিণে ভূইছিদ্র এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।