যুক্তরাজ্যে ‘বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা’র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। রোববার (৩১ অক্টোবর) পূর্ব লন্ডনের গ্র্যান্ড রসইতে সংস্থার নির্বাচন কমিশন ও সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় এ দিন ধার্য হয়েছে।
সভায় নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন পৌর উন্নয়ন সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।