অন্যান্য দেশের তুলনায় স্পেনে করোনাভাইরাসের সংক্রমণ হার অনেকটাই কমে এসেছে। গত দুই সপ্তাহে দেশটিতে প্রতি এক লাখে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত গ্রীষ্মের পর সর্বনিম্ন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইজরায়েল, যুক্তরাষ্ট্রের বর্তমান সংক্রমণ পরিস্থিতির তুলনায় স্পেনে সংক্রমণের বর্তমান হার সবচেয়ে নিম্নমুখী।
মহামারির পঞ্চম ঢেউয়ে স্পেনে ডেল্টা ভেরিয়েন্ট এসেছিল অনেকটা সুনামির মতো। পরিস্থিতি যে এতটাই খারাপ হবে তা কেউই আশা করেনি। পঞ্চম ঢেউয়ের প্রথম দিকেই খুব দ্রুত রেড জোনের আওতায় চলে এসেছিল স্পেন। গত জুলাইয়ের শেষের দিকে ও আগস্টের শুরুতে দুই সপ্তাহে সংক্রমণের হার ছিল প্রতি লাখে ৭০০ জন।