https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বিরামপুরে ১১৫০ জন কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নভেম্বর ৯, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুর উপজেলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলা চত্বরে পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের ১১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি হারে এমওপি সার বিতরণ করা হয়েছে। এসব বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু প্রমূখ।