https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ

ধানক্ষেতে ইঁদুর মারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

পাবলিক ভয়েস
নভেম্বর ১২, ২০২১ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) গভীররাতে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. সাইফুল ইসলাম গ্রামের মো. মজিবুল হকের ছেলে।
শুক্রবার (১২ নভেম্বর) নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে সেনবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করছে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাইফুল ইসলাম হাত জাল নিয়ে জমিতে মাছ ধরতে যায়। এ সময় জমির মালিক ইঁদুর মারার জন্য গুনাতারে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। ধারণা করা হচ্ছে, সেই তারে জড়িয়ে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে রাতে ফিরে না আসায় সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ধানক্ষেত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।