পান পাতার ভাঁজে ভাঁজে ইয়াবা। টেকনাফ থেকে কৌশল বদলে মাদকের একটি বড় চালান ঢাকায় ঢুকলেই জব্দ করে র্যাব। গ্রেপ্তার করা হয় তিনজনকে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়তই কৌশল বদলাচ্ছে কারবারিরা।
কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না ইয়াবা চোরাচালান। অভিনব কায়দায় আবারও রাজধানীতে ঢুকল ৬৫ হাজারেরও বেশি ইয়াবা। পানের ডালায় করে ভাঁজে ভাঁজে আবার কোনোটিতে মোড়ানো অবস্থায় পাওয়া যায় প্যাকেটবন্দি ইয়াবা।
মিয়ানমার থেকে আসা এ চালান টেকনাফ হয়ে রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকা থেকে জব্দ করেছে র্যাব ১০। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তিনজনকে।
র্যাব-১০-এর অধিনায়ক মাহ্ফুজুর রহমান বলেন, রাজধানী ঢাকাকে টার্গেট করে এই ইয়াবা আসছিল। তবে গ্রেপ্তার আইয়ুব, আব্দুস শুক্কুর ও আমির হোসেন পেশাদার মাদককারবারি হলেও মূলহোতা নয় বলেও জানায় তারা।
জানা যায়, জব্দ ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।