কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে CRVS ব্যবস্থাপনার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরী এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ৭০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।