চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরের পাইপ সরাতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে ইদ্রিস আলী (৩৫) নামের এক যুবক। রোববার সকাল ১১ টার দিকে দর্শনার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম কদেবানু (৭০)। তিনি একই গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ইদ্রিস আলি বাড়ির পানি তোলা মোটরের পাইপ সরাচ্ছিলেন। এসময় তার মা কদেবানু তাকে পাইপ সরাতে নিষেধ করলে ইদ্রিস ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কাঠের বাটাম দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে কদেবানু মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কদেবানুকে মৃত ঘোষণা করে।
দর্শনা থানার ওসি লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।