মোঃ সবুজ সরকার সৌরভ , ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আসছে ২৮ নভেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) এর পক্ষে সারাদিন ও রাতে নৌকা প্রতীকে ভোট চাইলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ন ম বজলুর রহিম রিপন,
সোমবার বিকেলে তিনি ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন জায়গায় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ ,পৌর আওয়ামীলীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী দুলাল,যুগ্ম- আহ্বায়ক এস এম শুয়েব রানা,সদস্য সচিব, সিদ্দিকুর রহমান,বীর মন্জুরুল ইলাহী, সংগ্রাম সিদ্দিক, আব্দুল বারেক সহ আওয়ামীলীগ,যুবলীগ কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ নেতা কর্মীরা।
এসময় তিনি বলেন,ঘাটাইল পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শহীদুজ্জামান খান শহীদ কে নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে, অন্যথায় উন্নয়ন বাধাগ্রস্থ হবে।