তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের তিনটি উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রোববার (২৮ নভেম্বর) সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।
এদিকে আকুয়া চামুরিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ভোটের ব্যালট পেপার না পাওয়ায় অভিযোগ এনে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র দুই প্রার্থী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান বালা ও আনারস প্রতীক প্রার্থী মো. আইয়ুব আলী ভোট বর্জনের ঘোষণা দেন।
মাসুদুর রহমান বালা বলেন, ‘বানিয়্যাফৈর ও চামুরিয়া কেন্দ্রে জোরপূর্বক সিল মেরেছে নৌকার সমর্থকরা। আকুয়া চামুরিয়া দাখিল মাদরাসার কেন্দ্রে বেলা ১১টার সময় গিয়ে দেখি ব্যালট পেপার নাই। পরে নির্বাচন অফিসারকে জানালে তিনি কোনো প্রকার ব্যবস্থা নেয়নি।’
আইয়ুব আলী বলেন, ‘নৌকা প্রতীকে জোর করে ভোট নিয়েছে, বাধা দেয়ার আমাদের কর্মীদের ওপর হামলা করেছে নৌকার সমর্থকরা। এই জন্য ভোট বর্জন করছি আমি।’
২৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ১ জন চেয়ারম্যান, ৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৩৮৭ জন। মোট ভোটকেন্দ্র ২৩৬টি, কক্ষ ১ হাজার ৪০৭টি। ৫ লাখ ১৪ হাজার ৯২৩ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৮ হাজার ৪০৮ জন পুরুষ ও ২ লাখ ৫৬ হাজার ৫১৫ জন মহিলা।
এছাড়া ঘাটাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২২ জন, এবং সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, প্রতিটি উপজেলায় ৩ প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৭ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে।