https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে ফসলী জমির মাটি যাচ্ছে ইটভাটায়, হুমকির মুখে পরিবেশের ভারসাম্য

পাবলিক ভয়েস
ডিসেম্বর ২৬, ২০২১ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃতারিফুল আলম তমাল

শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্বত্র ফসলী জমির মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। কোন কোন স্হানে জমির মালিকরা পুকুর খননের নামে আবাদী জমির মাটি বিক্রি করে দিচ্ছে ভাটা মালিকদের কাছে। বেকু দ্বারা এসব মাটি খনন করে ট্রাক,মাহিন্দ্র ও ট্রাক্টর যোগে অবাধে নেওয়া হচ্ছে ইটভাটায় কোন স্হানে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পরেছে। শুধু তাই নয়,ফসলি জমি কেটে অবাধে মাটি বিক্রি করায়। সর্বত্র পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখিন হয়ে পরেছে। সরেজমিনে দেখা গেছে, ৬ংহাতিবান্দা ইউনিয়নের পাগলারমুখ বাজার এর দক্ষিনে হাইওয়ে রোড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিস এর পূর্ব পাশে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জমিগুলো অনাবাদি হয়ে পরেছে। শুধু তাই নয় পরিবেশের ভারসাম্য মারাত্বকভাবে হুমকির সম্মুখিন হয়ে পরেছে এবং হাইওয়ে রোডে মাটির গাড়ি চলাচল করায় রাস্তায় মাটি পড়ে থাকে বৃষ্টির সময় দুর্ঘটনা হতে পারে বিগত সময়ে দুর্ঘটনা ঘটেছিল বর্তমানে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছে এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক।