https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের ২১টি ইউপি নির্বাচনে ভোট গ্রহন শেষ, এখন চলছে ভোট গননা

পাবলিক ভয়েস
ডিসেম্বর ২৬, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আজ টাঙ্গাইল সদর, ঘাটাইল ও ভুঞাপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে ভোট গ্রহন বিকেল চারটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সকাল থেকেই সকল ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে তারা সুশৃংখলভাবে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

 

জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।