https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সেতুর একপাশে আ.লীগ, অন্যপাশে বিএনপি: চলছে সংঘর্ষ

পাবলিক ভয়েস
ডিসেম্বর ৩০, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সেতুর একপাশে আ.লীগ, অন্যপাশে বিএনপি: চলছে সংঘর্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
শাহাদাত হোসেন টুটুল
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের ২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে আসা মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।সমাবেশস্থলের পাশেই একটি সেতুর দুই প্রান্ত দুই দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপের একপর্যায়ে জেলা শহরের কলেজ রোড, ইলিয়ট ব্রিজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মীরা।
তবে আহতের সংখ্যা জানা যায়নি।
অন্যদিকে, জেলা শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির সমাবেশ চলছে।
সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

তারিখ:৩০/১২/২০২১