https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

6 নং হাতীবান্ধা ইউনিয়ন বাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক ও সাংবাদিক তমাল

পাবলিক ভয়েস
ডিসেম্বর ৩০, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সবাইকে ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা, শুভ নব বর্ষ ২০২২। গত বছরটা আল্লাহর রহমতে ভালোই কাটিয়েছি। জীবনের অনেক পাওয়া ও হারানোর বিষয়টা থাকবেই তবে,কিছু হারানোর বেদনা মেনে নেয়াটা খুবি কঠিন! আমার বাবা ১৯৬৯ সালে ছাত্রলীগের নেতা ছিলেন ১৯৮৭ সালে বন বিভাগে ফরেস্টার হিসেবে যোগদান করেন ২০১৪ সালে এলপিআরএ ছিলেন ২০১৫ সালে অবসর গ্রহণ করেন ২০১৬ সালে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ৬ নং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরল আমিন (দোলা)। দায়িত্বরত অবস্থায় মৃত্যুু বরন করেন গত ২৬/২/২০২১ ইং তারিখে ইন্তেকাল করেন। আমার বাবা সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধি থাকায় হয়তবা অনেকের সাথেই উঠাবসা চলাফেরা করেছেন। অতএব,আমার বাবার আচরণে যদি কেউ কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে উনাকে ক্ষমা করে দিবেন সেইসাথে উনার রূহের মাগফিরাত কামনা করবেন। আমার পরিবারের সবাইকে নিয়ে যেনো ভালোভাবে জীবন যাপন করতে পারি, সবার কাছে এই নতুন বছরে এতুটুকুই চাওয়ার।