https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবলিক ভয়েস
জানুয়ারি ৪, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল কাদের, টাঙ্গাইল প্রতিনিধি:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় টাঙ্গাইল শহীদ মিনারের সামনে থেকে র‌্যালি বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ভিপি (জোয়াহের), টাঙ্গাইল-২ (ভূয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এমএ রৌফ, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ