https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

খুলনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ সুমাইয়া শহীদ কে জন্মদিনের শুভেচ্ছা

পাবলিক ভয়েস
জানুয়ারি ৫, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।

খুলনা জেলা রূপসা উপজেলায় ৩নং নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কিসমত খুলনা এলাকার কৃতি সন্তান, গীতিকার ও সুরকার সংগীত শিল্পী ও কবি মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ পরিবারের অন্যতম সদস্য, জনপ্রিয় অনলাইন দৈনিক রূপসা বার্তা পত্রিকার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক” মোসাঃ শেখ সুমাইয়া শহীদ এর জন্মদিন আজ ৫ই জানুয়ারি।
এ দিকে মোসাঃ শেখ সুমাইয়া শহীদ এর জন্মদিন উপলক্ষে, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ বেতার খুলনার অঙ্গ সংগঠন, শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ .রূপসা,খুলনা। এ ছাড়াও মোসাঃ শেখ সুমাইয়া শহীদ এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন” রূপসী রূপসার সাংবাদিক সংগঠন. প্রেসক্লাব রূপসা। জনপ্রিয় অনলাইন দৈনিক রূপসা বার্তা পরিবার। সাহিত্য সংসদ সংগীত একাডেমি. বয়রা খুলনার সংগঠন” রূপসা উন্নয়ন সংস্থা” রূপসা কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন” ড্রিম লাইট সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ।