https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

এবার জামায়াতের নেতার কাছ থেকে গুণীজন সংবোর্ধনা নিলো আরএমপি,কাটাখালী র ওসি সিদ্দিক

পাবলিক ভয়েস
জানুয়ারি ৭, ২০২২ ৩:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার: রাজশাহী ব্যুরোঃ

গত ৫/১/২২ ইং বুধবার মাগরিব নামাজের পর কাটাখালী পৌর এলাকার অন্তর্গত শ্যামপুর আহলে হাদীস জামে মসজিদে জামায়াতের মহানগর কমিটির নায়েবে আমীর ও সাবেক কাটাখালী পৌর মেয়র জামায়াত নেতা মোঃ মাজেদুর রহমান এর বড় ছেলে সাবেক শিবির নেতা ও বর্তমান জামায়াতের রোকন একাধিক নাশকতা মামলার আসামী মিজানুর সহ জামায়াত-শিবির নেতাদের উপস্থিতিতে সংবোর্ধনা গ্রহণ করেন আরএমপি, কাটাখালী থানার ওসি সিদ্দিকুর রহমান সিদ্দিক।

 

এঘটনা জানাজানি হলে কাটাখালী পৌর এলাকায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। শ্যামপুর এলাকার জনৈক আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন বলেন,”এ ঘটনা খুবই অপ্রত্যাশিত। জামায়াত নেতাদের কাছ থেকে এ ধরনের সংবোর্ধনা গ্রহণ সরাসরি এ সরকার বিরোধী কর্মকাণ্ড ছাড়া কিছু না।”দ্রুত এ জামায়াত পন্থী ওসির অপসারণ দাবি করেন এ আওয়ামীলীগ নেতা সহ কাটাখালী পৌর বাসীর অনেকে।

 

পবা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম প্রতিবেদক কে বলেন,”বর্তমান ওসি সিদ্দিক আব্বাসের এজেন্ডা বাস্তবায়ন কারীদের একজন। তাঁর প্রত্যক্ষ তত্বাবধানে কাটাখালী মেয়র আব্বাস পালিয়ে যায়।দ্রুত ওসির অপসারণ সহ বিচারের দাবি করেন এ নেতা”

 

বিষয়টি নিয়ে মুঠোফোনে ওসি সিদ্দিক র সাথে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।