আব্দুল কাদের, টাঙ্গাইল প্রতিনিধি :
ভূঞাপুরের মেঘারপটল গ্রামে সিধ কেটে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, ২টি স্বর্ণের চেইন ও ৭ টি স্বর্ণের আংটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চোর আতঙ্ক দেখা দিয়েছে। এ নিয়ে উক্ত এলাকা জুরে আতঙ্ক বিরাজ করে।
গত রাতে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামে মান্নান সিকদারের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে ।মান্নান সিকদার মেঘারপটল গ্রামের ওসু সিকদার এর ছেলে।
মান্নান সিকদার দৈনিক যুগের ডাক সংবাদকে জানান, রাতে পরিবারের সবাই মিলে বাড়ির পাশে উত্তর সোহাগীপাড়া সম্মেলনে যাওয়ায়, গভীর রাতে চোরের দল বাড়ি ফাকা পেয়ে তার বাড়িতে ডুকে পরে।তারপরে ঘরের সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চুরি করে চোরের দল উধাও হয়ে য়ায়।