কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি অরাজনৈতিক সংগঠন “যমুনা পাড়ের জনগণ” গ্রুপের পক্ষ থেকে এক হতদরিদ্র আকাশকে কর্মসংস্থান তৈরির জন্য ভ্যান ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাগবাড়ী গ্রামে তার নিজ বাড়িতে এ অনুদান তার হাতে তুলে দেওয়া হয়। হতদরিদ্র আকাশ উপজেলার গাবসারা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আলমগীর হোসেন এর ছেলে। তিনি বর্তমানে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে বসবাস করছে।
এ সময় উপস্থিত ছিলেন “যমুনা পাড়ের জনগণ” গ্রুপের সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান দিলশাদ, সহ-সভাপতি মনিরুজ্জামান কাইয়ুম, সাধারণ সম্পাদক আল আমিন সানি, সদস্য মোঃ ফারুক হোসেন প্রমুখ।