Saturday 24th September 2022

পাবলিক ভয়েস

পৃথিবীর মানুষের জন্য একটি কণ্ঠস্বর

টেস্ট শুরুর দুই দিন আগেই আরও বড় ধাক্কা পাকিস্তানের

মার্চ ১, ২০২২ by পাবলিক ভয়েস
No Comments

২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গেছে অস্ট্রেলিয়া। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে দুই দলের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টের আগে ফের বড় ধাক্কা খেলো পাকিস্তান।

এর আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তানের দুই পেসার হাসান আলি আর ফাহিম আশরাফ। এবার স্বাগতিকরা শুনলো নতুন আরেকটি দুঃসংবাদ।

টেস্ট শুরুর দুদিন আগে করোনা পজিটিভ হয়েছেন দলটির তারকা পেসার হারিস রউফ। তাকে দ্রুত পাঠানো হয়েছে আইসোলেশনে। ফলে শুক্রবার থেকে শুরু টেস্টে রউফকে ছাড়াই সম্ভবত দল সাজাতে হবে পাকিস্তানকে।

২৮ বছর বয়সী রউফ ওয়ানডে আর টি-টোয়েন্টিতে পাকিস্তান দলে নিয়মিত মুখ হলেও টেস্ট অভিষেক এখনও হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার জন্য মুখিয়ে ছিলেন, শেষ সময়ে এসে তার স্বপ্ন ভাঙার পথে।

হাসান আলি আর ফাহিম আশরাফের বদলে পাকিস্তান ইফতিখার আহমেদ আর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে ডেকেছে। হারিসের ছিটকে পড়ায় এখন রিজার্ভ থেকে মোহাম্মদ আব্বাস বা নাসিম শাহর সুযোগ মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published.