জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী শিবরাত্রির পূজা-অর্চনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে সদর উপজেলার বারো শিবালয় মন্দির চত্বরে মেলায় মানুষের ভিড় জমে।
স্থানীয়রা জানান, প্রায় চারশো বছর ধরে ছোট যমুনা নদীর তীর ঘেঁষা শিবের বারোটি মন্দির চত্বরে মেলা অনুষ্ঠিত হয়। দুদিন ধরে চলে শিবঠাকুরের পূজা-অর্চনা। এখানে দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। শিবের মাথায় দুধ-জল ঢেলে আর পূজা-অর্চনা করে তার সন্তুষ্টি আদায়ের জন্য চেষ্টা করেন ভক্তরা।
মেলায় মিঠাই-মণ্ডা, খেলনা, পূজা সামগ্রী, তৈজসপত্রসহ হরেক-রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। নাগরদোলা, চরকিসহ শিশু-কিশোরদের নানা বিনোদন ব্যবস্থা রয়েছে মেলায়।
দিনাজপুরের বিরামপুর থেকে আসা উৎপল কুমার বলেন, শীব ঠাকুরের সন্তুটির জন্য এখানে প্রতিবার আসি। দুই দিনের পূজা হলেও থাকার ব্যবস্থা না থাকায় আমরা একদিনেই পূজা করে চলে যাই।
বারো শিবালয় মন্দির কমিটির সভাপতি তারা চাঁদ বাজলা জানান, জয়পুরহাটের বারো শিবালয় মন্দির ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ হলেও তা গুরুত্ব পায়নি। প্রতি বছর দেশ-বিদেশের তীর্থ যাত্রী, ভক্ত আর পূজারিদের পদভারে মুখরিত হলেও সরকারি সহযোগিতা পাওয়া যায় না।