https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রীঃ বেসামরিক হত্যায় ন্যাটোরও দায় রয়েছে

পাবলিক ভয়েস
মার্চ ৩, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করায় বেসামরিক মৃত্যুর জন্য আংশিক দায় রয়েছে ন্যাটোর। বৃহস্পতিবার বিবিসি রেডিও ফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেনে ওলহা স্টেফানিশিনা।

তিনি বলেন, এই সিদ্ধান্ত না নেওয়ায় বেসামরিক জনগণ ও শিশুর মৃত্যু হবে জেনেও এই সিদ্ধান্ত গ্রহণ না করা অমানবিক।

ওলহা স্টেফানিশিনা বলেন, মাত্র গতকাল জন্ম নেওয়া দুটি শিশুর মা ও বাবাসহ বেসামরিক নাগরিকদের রক্ত শুধু রাশিয়ানদের হাতে লেগে আছে এমন না।

কূটনৈতিক ভাষা ব্যবহার না করার জন্য ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেন সাক্ষাৎকারে। তিনি জানান, তিনি একটি বোমা শেল্টার থেকে কথা বলছেন।

ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো নো ফ্লাই জোন ঘোষণা করতে প্রত্যাখ্যান করেছে। তাদের আশঙ্কা এতে করে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে রাশিয়ার বিমান বাহিনীকে সরাসরি সংঘাতে লিপ্ত হতে উসকানি দেবে।