https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইউক্রেনে জার্মানি সোভিয়েত নির্মিত বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে

পাবলিক ভয়েস
মার্চ ৩, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেনে সোভিয়েত ইউনিয়ন নির্মিত বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। জার্মান অর্থ মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত জার্মান সরকার এই তথ্য নিশ্চিত করেনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

কয়েকটি বার্তা সংস্থা জার্মান সরকারের সূত্রের বরাতে জানায়, সোভিয়েত আমলের ২ হাজার ৭০০ ‘স্ট্রেলা’ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর অনুমোদন দিয়েছে বার্লিন।

সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানির একটি অস্ত্র ডিপোতে এসব ক্ষেপণাস্ত্র ছিল। ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর পশ্চিম জার্মানির সঙ্গে একীভূত হয় অঞ্চলটি।

এর আগে জার্মান সরকার ঘোষণা দিয়েছিল তারা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫০০  স্টিনজার ক্ষেপণাস্ত্র ও ট্যাংকবিধ্বংসী ১ হাজার অস্ত্র সরবরাহ করবে।

বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানায়, ক্ষেপণাস্ত্রগুলো পরিবহনের জন্য প্রস্তুত। কিন্তু ফেডারেল নিরাপত্তা পরিষদ এখনও পাঠানোর অনুমোদন দেয়নি।

গত বৃহস্পতিবার রাশিয়া আক্রমণ শুরুর আগ পর্যন্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহে রাজি ছিল না জার্মানি। আক্রমণের তৃতীয় দিন জার্মান চ্যান্সেলর আগের অবস্থান পাল্টে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। তিনি এটিকে ঐতিহাসিক পরিবর্তন বলে উল্লেখ করেন।