https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রবি’র সিএইচআরও বিশ্ব এইচআরডি কংগ্রেসে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন

পাবলিক ভয়েস
মার্চ ৩, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব এইচআরডি কংগ্রেসের ৩০তম অধিবেশনে ‘দ্য টপ মোস্ট গ্লোবাল এইচআর লিডারস’ এবং ‘টপ মোস্ট গ্লোবাল এইচআর টেক লিডারস’- এর স্বীকৃতি পেলেন রবি’র চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সাল ইমতিয়াজ খান। তার নেতৃত্বে রবি যে একটি কর্মী-বান্ধব কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে এ স্বীকৃতি তারই প্রতিফলন।

রবি এইচআরে ডাটা অ্যানালিটিক্স’র ব্যবহার এবং সম্পূর্ণ ডিজিটাইলাজ করার নেতৃত্বে আছেন ফয়সাল। তার নেতৃত্বে করোনা মহামারির শুরুতেই প্রতিদিন কর্মী ও তাদের পরিবারের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে রবি।

রবি’র কর্মীদের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা, ইন-হাউস চিকিৎসক পরামর্শ প্রদান, কোভিড-১৯-এর বিমা কাভারেজ এবং কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড কেবিন ব্যবস্থা করার পদক্ষেপ নেন তিনি।

তিনি রবি’র এমপ্লয়ার ব্র্যান্ডিং কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য একটি সঠিক এমপ্লয়ি ভ্যালু প্রপজিশন কাঠামো তৈরি করেছেন। এই কৌশলের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের গ্লোবাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মত বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি অর্জন করে যাচ্ছে রবি।

টানা দশমবারের মত আজিয়াটার সকল অপারেটিং কোম্পানির মধ্যে বেস্ট পিপল ম্যানেজমেন্টের পুরস্কারও পেয়েছে রবি।