ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রাশিয়ার সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার গতি কমেছে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, গত তিন দিনে খুব কম অগ্রগতি রয়েছে রুশ বাহিনীর দীর্ঘ সামরিক বহরের। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ব্রিটিশ গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর মূল কলাম কিয়েভের দিকে উত্তর দিক থেকে এগোচ্ছে। শহরের প্রাণকেন্দ্র থেকে এখনও ৩০ কিলোমিটারের বেশি দূরে রয়েছে। তাদের অগ্রগতি কমিয়ে দিয়েছে ইউক্রেনীয় প্রতিরোধ, কারিগরি জটিলতা ও যানজটের কারণে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে আরও বলা হয়েছে, খারকিভ, চেরনিহিভ ও মারিউপোল এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।
রুশ বাহিনীর হতাহতের ক্ষেত্রে রাশিয়ার দাবির চেয়ে ‘উল্লেখযোগ্য বেশি’ হতে পারে বলে ধারণা করছে যুক্তরাজ্য। মস্কো বুধবার প্রথমবার হতাহতের কথা জানিয়ে বলেছে, তাদের ৪৯৮ জন সেনা নিহত ও ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছে।