https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

পাবলিক ভয়েস
মার্চ ৩, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হিলিতে কয়েক দিনের ব্যবধানে বেড়েছে ভারতীয় ও দেশীয় পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজিতে ৪০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৩০ টাকায় বিক্রয় হচ্ছে। আর এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানি করা নাসিক জোট জাতের পেঁয়াজ কেজিতে ৪ টাকা বেড়ে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশীয় জাতের পেঁয়াজ কেজিতে ৪ টাকা বেড়ে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সোবহান মন্ডল বলেন, বাজারে এসে দেখি গত দুদিনের তুলনায় পেঁয়াজের দাম একটু বেশি। ২৬ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩০ টাকা, ৩৬ টাকার দেশি পেঁয়াজ চাচ্ছে ৪০ টাকা। আমি পেঁয়াজ কিনতে এসে তো চরম বিপাকে পড়েছি।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার রহমত মিয়া জাগো নিউজকে বলেন, বন্দরে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। তাই এখান থেকে পেঁয়াজ কিনে আড়তে পাঠাতে পারছি না। কারণ কালকে কম দামে পেঁয়াজ কিনছি সেগুলো বিক্রি শেষ করতে পারেনি। আজ বেশি দামে কিনলে লোকসান গুনতে হবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন জাগো নিউজকে বলেন, দেশীয় পেঁয়াজের সরবরাহ এখন অনেকটা কম। অন্যদিকে ভারতীয় পেঁয়াজেরও একই অবস্থা। তাই কেজিতে ৪টাকা করে দাম বেড়েছে। আমরা কম দামে পেলে কমেই বিক্রি করবো।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জাগো নিউজকে বলেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। তবে আগের আইপি দিয়ে আমরা পেঁয়াজ আমদানি করছি। যে কোনো সময় সেটাও বন্ধ হতে পারে। সরকার আইপি দিলে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়বে। এছাড়া ভারতেই আমাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। ফলে একটু দাম বেড়েছে। তবে আমদানি বাড়লে দাম কমে আসবে।