চট্টগ্রামে দুটি অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে পাঁচ কাভার্ডভ্যান ভর্তি ৬০১টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র্যাব। বুধবার (২ মার্চ) রাতে লোহাগাড়া উপজেলার কাজী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাতকানিয়া উপজেলার চিলবাড়ি এলাকার মোফাফ্ফর আহমেদের ছেলে লোকমান হোসেন (৩৮) ও লোহাগড়ার উত্তর আমিরাবাদ এলাকার নুরুল হকের ছেলে মো. এনামুল হক (২৩)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অবৈধভাবে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন দিয়ে গ্যাস সিলিন্ডার মজুত করেছিল তারা। ওসব গ্যাস সিএনজি অটোরিকশায় নিয়মিতভাবে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে পাঁচটি কাভার্ডভ্যানের ভেতরে বিশেষভাবে লুকায়িত ৬০১টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এসব সিলিন্ডারে চার হাজার ৬০০ কেজি তরল গ্যাস পাওয়া গেছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।