https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাঃ রাশিয়ার

পাবলিক ভয়েস
মার্চ ৫, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের দুই অবরুদ্ধ শহরে মানবিক করিডোরে খুলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মারিউপল এবং ভলনোভাখাতে মস্কোর স্থানীয় সময় ১০টা থেকে এই ঘোষণা কার্যকর হবে। শহর দুটিতে সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনও।

গত কয়েকদিন ধরে এই দুটি গুরুত্বপূর্ণ শহরে প্রবল হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বাসিন্দরা।

এ অবস্থায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক জনগণকে শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। তবে কোন পথ ধরে শহর দুটি থেকে বাসিন্দারা বের হবেন তা স্পষ্ট করেনি রাশিয়া।

এর আগে মারিউপলের মেয়ের ভাদিম বোইচেঙ্কো চলমান অবরোধের মধ্যে মানবিক করিডোরের আহ্বান জানান। রুশ সেনারা শহরটিতে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: বিবিসি, আল জাজিরা।