https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রাশিয়ায় বন্ধ হলো সিএনএন, নতুন আইনেঃ ব্লুমবার্গ

পাবলিক ভয়েস
মার্চ ৫, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেন যুদ্ধে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ এনেছে রাশিয়া। ফলে নতুন একটি আইন পাস করেছে মস্কো। এই আইনে ১৫ বছর পর্যন্ত সাজার বিধান রাখা হয়েছে। এ অবস্থায় প্রভাবশালী সিএনএন ও ব্লুমবার্গসহ অনেক সংবাদমাধ্যম মস্কোতে নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।

রাশিয়ার অভিযোগ ইউক্রেন ইস্যুতে মস্কোর বিরুদ্ধে বিভিন্ন অসত্য খবর প্রচার করছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে অসত্য কিংবা ভুয়া খবর প্রচার করলে ১৫ বছর সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছে দেশটি। পুতিন সরকারের এমন আইনের ফলে এবিসি, সিবিসি এবং রেডিও কানাডার সংবাদমাধ্যম মস্কোয় নিজেদের নিয়মিত কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে।

শুক্রবার সিএনএন জানিয়েছে, তারা রাশিয়ায় নিজেদের সম্প্রচার বন্ধ করে দিচ্ছে। পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আর প্রভাবশালী ব্লুমবার্গ বলছে, রাশিয়ায় সাময়িক সময়ের জন্য সংবাদ সংগ্রহের কাজ বন্ধ করা হয়েছে। সংবাদমাধ্যমটির এডিটর-ইন-চিফ জন মিকলথওয়েট স্থগিতাদেশের জন্য দুঃখ প্রকাশ করেছেন। রাশিয়ার নতুন আইনের ফলে দেশটিতে সাংবাদিকতা অব্যাহত রাখা অসম্ভব বলে মনে করেন তিনি।

এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দেয় রাশিয়া। এসব ওয়েবসাইটের মধ্যে রয়েছে বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা।

রাশিয়া বারবার অভিযোগ করে আসছে, পশ্চিমা মিডিয়াগুলো একপাক্ষিক এবং রুশবিরোধী মত ছড়িয়ে দিচ্ছে। মস্কোর দাবি, এসব মিডিয়া নিজ দেশের নেতাদের ইরাকের মতো বিভিন্ন দেশে ভয়াবহ যুদ্ধ এবং দুর্নীতির জন্য জবাবদিহির আওতায় আনতে না পারলেও রুশবিরোধী অবস্থান নিয়েছে।