https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ ভারতীয়, সাত মাস কারাভোগের পর দেশে ফিরলেন

পাবলিক ভয়েস
মার্চ ৫, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাত মাস কারাভোগের পর বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৩ ভারতীয় জেলে। শনিবার (০৫ মার্চ) বাগেরহাট জেলা কারাগার থেকে তারা মুক্ত হন।

দুপুর দেড়টার দিকে তাদেরকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্রের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে দেশে পাঠানো হয়।

তারা হলেন সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৮), স্বর্ণ কুমার খরা (২২), সুবোধ জানা (৬৯), কমলাকান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপন দাস (৫০), ইউনুস আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৮)। তারা ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বাসিন্দা।

বাংলাদেশে ঢুকে অবৈধভাবে মাছ শিকারের সময় গত ৭ আগস্ট কোস্টগার্ডের হাতে এসব জেলে আটক হন। পরে তাদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করে কোস্টগার্ড।

মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল শেখ বলেন, গত বছরের ৮ আগস্ট ভারতীয় ১৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পরদিন আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। সাত মাস কারাভোগের পর শনিবার তারা মুক্ত হন। পরে তাদের নিজ দেশে পাঠানো হয়। একই সঙ্গে তাদের মাছ ধরা এফবি ‘স্বর্ণতারা’ ট্রলারটি ফেরত দেওয়া হয়।