দেশের মোটরসাইকেল গ্রাহকদের জন্য বিশ্বের স্বনামধন্য টু-হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস তাদের ১২৫ সিসি সেগমেন্টে বিভিন্ন ফিচার সংবলিত টিভিএস রেইডার বাজারে এনেছে। রবিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মোটরসাইকেলে এলসিডি ডিজিটাল স্পিডোমিটার, থ্রি-ভ্যাল্ভ আই-টাচ স্টার্ট ইঞ্জিন, অ্যানিমেলিস্টিক এলইডি হেডল্যাম্পের মতো দারুণ সব ফিচার এবং এই সেগমেন্টের বাইকে প্রথমবারের মতো আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। এতে রয়েছে বেস্ট-ইন-ক্লাস অ্যাকসিলারেশন, রিভার্স এলসিডি ক্লাস্টার ও অ্যানিমেলিস্টিক এলইডি হেডল্যাম্বস টিভিএস রেইডারকে দিয়েছে অনেক স্পোর্টি ও স্টাইলিশ লুক।
টিভিএস মোটর কোম্পানির হেড অব ইন্টারন্যাশনাল মি. এইচ জি রাহুল নায়াক বলেন, ‘বাংলাদেশের টু-হুইলার মার্কেটে ১২৫ সিসি’র টিভিএস রেইডার আনতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জন্য আমরা প্রতিনিয়তই দারুণ সব ফিচার ও উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পণ্য নিয়ে আসার চেষ্টা করছি।’