মাইকোলাইভ আঞ্চলিক বিমানবন্দর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় গভর্নর ভিটালি কিম এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গভর্নর ভিটালি কিম বলেন, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভের আঞ্চলিক বিমানবন্দরটি রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
তিনি বলেন, ‘রাস্তাঘাট খোলা আছে। আমরা সেতুগুলো নিয়ন্ত্রণ করছি। আপনি নিরাপদে মাইকোলাইভ এবং অন্যান্য শহর ছেড়ে যেতে পারেন।
এদিকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপুল ও সুমিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
এর আগে মারিউপুল ও ভলনোভাখা শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও হামলা অব্যাহত রাখে রুশ বাহিনী। সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে উভয় পক্ষ।
রুশ বাহিনীর হামলায় মারিউপুল ও খারকিভে মানবিক পরিস্থিতি এরইমধ্যে ভয়াবহ আকার ধারণা করছে। প্রতিনিয়ত গোলাবর্ষণের ফলে ধসে পড়ছে একের পর এক স্থাপনা। বাদ যাচ্ছে না সাধারণ মানুষের বাড়িঘরও। ফলে প্রাণহানির সংখ্যা বাড়ছে। কিয়েভের পরিস্থিতিও প্রায় একই রকম। শহরগুলোকে অনেকটা অবরুদ্ধ করে ফেলেছে রাশিয়ান বাহিনী।