আগামীকাল (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। দিনটি নিয়ে বিশেষ ওভিসি তৈরি করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-খ্যাত নির্মাতা আবু রায়হান জুয়েল। যেখানে অভিনয় আছেন নবাগত দুই নায়িকা রাজ রিপা ও ফারিন খান।
এতে নারী ক্রিকেটার ও পর্বতারোহী হিসেবে দেখা যাবে তাদের। আর এ দুটি ভূমিকায় কাজ করতে গিয়ে ছোটখাটো ইনজুরিতেও তাদের পড়তে হয়েছে বলে জানালেন পরিচালক।
আবু রায়হান জুয়েল বলেন, ‘চ্যালেঞ্জিং দুই নারীর চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ চোট পেয়েছেন ফারিন ও রাজ রিপা। আন্তর্জাতিক নারী দিবসের একটি অনলাইন বিজ্ঞাপনে তারা অভিনয় করেছেন। রাজ রিপা বোলিং করতে গিয়ে আর ফারিন খান পাহাড়ে উঠতে গিয়ে আহত হয়েছে। তারপরও তারা দারুণ কাজ উপহার দিয়েছেন। এটি নির্মিত হয়েছে আরএফএল গ্যাস স্টোভ সৌজন্যে।’
জানা গেছে, ফারিন খান ও রাজ রিপা দু’জনই প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ আছেন।
এদিকে, এরই মধ্যে ওভিসিটির ট্রেলার প্রচারিত হয়েছে। আর আজ (৭ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পুরো ভিডিওটি সামাজিক মাধ্যমগুলোতে দেখা যাবে।
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিনের। এরপর আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাজ করছেন শাপলা মিডিয়ার ১০০ চলচ্চিত্র প্রজেক্টেও।
অন্যদিকে, ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক রাজ রিপার। অভিনয় করছেন ‘রক্ষা’ নামের ওয়েব সিরিজ ও আরও একটি চলচ্চিত্রে।