রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রিপন পাল (২২) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়’।
রবিবার (৬ মার্চ) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিপন ওই গ্রামের কানদেব পালের ছেলে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এর আগে, শনিবার মোংলার ভাড়া বাসায় থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক অরবিন্দ কুমার শ্রীবাস্তার (৪১) লাশ উদ্ধার করা হয়েছিল। তিনি ভারতের নাগরিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন পাল রামপাল কলেজে লেখাপড়ার পাশাপাশি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ডেইলি শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার রাতে বাড়ির একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রামপাল থানার ওসি মো. সামসুউদ্দীন বলেন, ‘এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’