কোনও ঘোষণা ছাড়াই রবিবার দুপুরের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র জ্বালানি তেল পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে। এ জন্য জেলার সর্বত্র পেট্রোলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এতে গ্রাহকরা অনেকটাই বিপাকে পড়েছেন। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং খুচরা বিক্রেতারা বলছেন, চাঁদপুর ও শ্রীমঙ্গল ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
মেসার্স জিল্লুর রহমান ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আসা রফিকুল ইসলাম ও কার্তিক চৌধুরী বলেন, ‘শনিবার থেকে মোটরসাইকেল নিয়ে পেট্রোলের জন্যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা দোকানে ঘুরেছি। কোথাও না পেয়ে ফিরে গেছি। আজ আবার এসেছি, পেট্রোল না পেয়ে অকটেন দিয়ে জ্বালানি ঘাটতি মেটাচ্ছি।’ তারা দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।
ফিলিং স্টেশনের ম্যানেজার জাফর ইমাম হিমেল বলেন, ‘চাঁদপুর, শ্রীমঙ্গল ডিপোতে চাহিদা দিয়েও ডিপো থেকে পেট্রোল পাওয়া যাচ্ছে না। কী কারণে সংকট তারা সেটিও স্পষ্ট করে আমাদের জানাতে পারেনি। এ কারণে ক্রেতাদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।’
বাংলাদেশ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়া পেট্রোল পাম্পের মালিক এবং খুচরা বিক্রেতারা মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুর ডিপো থেকে পেট্রোল সংগ্রহ করে থাকেন। সম্প্রতি ডিপো থেকে পেট্রোল সরবরাহ বন্ধ রাখার কারণে জেলায় সংকট সৃষ্টি হয়েছে।’
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি পেট্রোল পাম্প থেকে দৈনিক ২০ হাজার লিটার পেট্রোল প্রয়োজন হয়। দ্রুত এই সমস্যার সমাধান না করা হলে সংকট আরও ঘনীভূত হবে। গ্রাহক ভোগান্তি বাড়বে।