বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রেহেনা আকতার মিলি (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলার ময়দাহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাতো ভাই শামীম মন্ডল (৫০), তার স্ত্রী স্ত্রী রুনা বেগম (৩৫) ও প্রতিবেশী সিদ্দিক মন্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ। মিলি উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামের আলাল উদ্দিন বুলু মন্ডলের মেয়ে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামের আল মাহমুদের সঙ্গে মিলির বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। আল মাহমুদ মারা গেলে মিলি বাবার বাড়িতে চলে আসেন। পৈত্রিক সূত্রে পাওয়া পুকুরের মালিকানা নিয়ে চাচাতো ভাই শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার (৬ মার্চ) সকালে ৩৫ শতকের পুকুরটি দখলের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ফিরোজ (৪৫), হিরো (৩৫), সাব্বির (১৭) ও ঝুমুর (২০) আহত হয়। সোমবার সকালে মিলিকে প্রতিবেশী রিপুর বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। সেখানে তার ওপর হামলা চালানো হয়। মারপিট ও ছুরিকাঘাত করে মিলিকে ফেলে যায়। উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।