https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সশস্ত্র ব্যক্তি’র ভয়ের পর নিরাপদে কমলা হ্যারিস

পাবলিক ভয়েস
মার্চ ৭, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তার স্বামী এবং বাইডেন প্রশাসনের কয়েকজন মন্ত্রী রবিবার মেরিল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। তবে সেখানে দুই ব্যক্তি কর্তৃক তাদের নিরাপত্তা প্রটোকল লঙ্ঘনের ঘটনা ঘটে। এর মধ্যে একজন সশস্ত্র অবস্থায় ছিল বলে জানা গেছে। পরে অবশ্য জানানো হয়, ঘটনাস্থলে একজন ‘সশস্ত্র ব্যক্তি’ থাকলেও সেখানে কোনও গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। কমলা হ্যারিস ও তার স্বামী নিরাপদে রয়েছেন।

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে পরে তাদের নিরাপদে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।

ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে সামরিক ঘাঁটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার দিকে প্রধান ফটকে ‘দুই ব্যক্তি নিরাপত্তা চেকপয়েন্টের মধ্য দিয়ে যান এবং তারা নিরাপত্তা কর্মীদের নির্দেশ অমান্য করেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে যাতায়াতের জন্য এই ঘাঁটিটি ব্যবহার করে থাকেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের ঘটনায় অনুপ্রবেশকারীদের তাৎক্ষণিকভাবে বাধা দিতে তারা প্রতিবন্ধক স্থাপন করে গাড়িটি থামিয়ে দেয়। ওই ওই দুই ব্যক্তি পালিয়ে যেতে সমর্থ হয়।

পরে তাদের একজনকে আটক করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যজন পলাতক ছিল। তার খোঁজে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজের বিবৃতিতে বলা হয়েছে, ‌‘আমরা নিশ্চিত করতে পারি, যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার কাছে একটি অস্ত্র ছিল। কিন্তু কোনও গুলি চালানো হয়নি। জয়েন্ট বেস অ্যান্ড্রুসে আর কোনও সক্রিয় বন্দুকধারীর উপস্থিত থাকার মতো পরিস্থিতি নেই।

এনপিআর হোয়াইট হাউজের সংবাদদাতা স্কট ডেট্রো জানান, কমলা হ্যারিস দম্পতির সঙ্গে থাকা অন্যরা হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ, শিক্ষামন্ত্রী মিগুয়েল কার্ডোনা, গৃহায়নমন্ত্রী মার্সিয়া ফাজ এবং এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির প্রশাসক মাইকেল রেগান। তাদের সবাইকে ওই সামরিক ঘাঁটি থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: নিউজউইক।