সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখালে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুই বোন হলো- সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬)। তারা কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বাক-প্রতিবন্ধী সুমাইয়া ও প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিদা। বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে ফিরে দুপুরে তারা পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোসলে করতে গেলে পানিতে তলিয়ে যায়। বিকালে স্থানীয়রা ওই নদী থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করে। খবর পেয়ে ছাতক থানার এসআই শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জহির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া দুই শিশুর মধ্যে সুমাইয়া বাকপ্রতিবন্ধী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, মারা যাওয়া দুই শিশু তার বিদ্যালয়ের শিক্ষার্থী। সকালে তারা বিদ্যালয়ে এসেছিল। ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।