https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

অরুণা বিশ্বাস মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করলেন

পাবলিক ভয়েস
মার্চ ৮, ২০২২ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিও হিট সিনেমা।

এই নামী পরিচালকের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস।

তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি একটি জিডিও করেছেন। সেই জিডির কপি জাগো নিউজের হাতে পৌঁছেছে।