https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

গরিবের হাহাকার এই সরকারের কাছে পোছ না: রব

পাবলিক ভয়েস
মার্চ ৮, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বর্তমান সরকার অন্ধ। এই সরকার গরিব মানুষ দেখে না। তিনি বলেন, ‘এই সরকার বোধির, গরিবের হাহাকার এদের কাছে যায় না। মন্ত্রীরা উল্টাপাল্টা কথা বলে মানুষের দুঃখ কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।’

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘গ্যাসের দাম বাড়াইছেন। পানির দাম বাড়াইছেন— দুই তিনবার করে। এখন চাল, ডাল, পেঁয়াজ, মাছ, মাংস কিছু বাকি নাই। সবকিছুর দাম বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।’

ধীরে ধীরে নয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যের দাম মন্তব্য করে তিনি বলেন,  ‘ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে ৫০ জায়গায় চাঁদা দিতে হয়। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত নয়। কীভাবে ক্ষমতায় টিকে থাকবে, সেইটা নিয়েই তারা ব্যস্ত। জনগণের দুঃখ-কষ্ট লাগব করার জন্য সরকারের কোনও ভূমিকা নাই। আছে শুধু লুটপাট করার মাঝে।’

রব আরও বলেন, ‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কতদিন না খেয়ে থাকবে ঘরে? শুধু প্রতিবাদ নয়, জনগণ আপনাদের টেনে নামাবে। পালাবার পথ পাবেন না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে জনগণের সরকারের কাছে, জাতীয় সরকারের ক্ষমতা হস্তান্তর করুন।’