নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীনগর উপজেলায় শ্রীনগর বাজার এলাকায় সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকানে যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ শাখার সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বাজারের তালুকদার স্টোরে অভিযানকালে দেখা যায়, সয়াবিনের পাঁচ লিটারের বোতল থেকে তেল বের করে খোলা হিসেবে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেলের সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি করছে। শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও আরও পাঁচ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।