বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের সব স্বাধীনতাকামী জাতির জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা এবং চিরন্তন অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান। ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে সোমবার বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
এ সময় হাইকমিশনার তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বিচক্ষণতার বিভিন্ন দিক এবং ৭ মার্চের ভাষণের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।
সুফিউর রহমান ৭ মার্চের ভাষণকে মহাকাব্য উল্লেখ করে বলেন, ‘এ ভাষণের মাধ্যমে বাংলার জনগণের সহস্র বছরের স্বাধীনতা লাভের ন্যায্য দাবির স্ফূরণ ঘটেছিল। বঙ্গবন্ধু তাঁর এ ভাষণে বাংলার স্বাধীনতা অর্জনের প্রতিটি পদক্ষেপের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন।’ বাঙালির স্বাধীনতার চেতনার বিকাশে এ ভাষণের ভূমিকার ওপর বিশদ গবেষণার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন সুফিউর রহমান।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন— প্রবাসী বাংলাদেশি ড. কামাল উদ্দিন ও ড. আবেদ চৌধুরী।