২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বিএনপির ডানপাশে ছিল কল্যাণ পার্টি। ডানপাশে আছে, ডানপাশে থাকবে। তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ বিএনপির সঙ্গে জোট সঙ্গী হিসেবে আছি।’
বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আয়োজনে ‘উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে এ কথা বলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সৈয়দ ইবরাহিম অনুষ্ঠানে সূরা আল বাকারার পাঁচটি আয়াত পড়ে শোনান। তিনি বলেন, ‘আমার চিন্তা হলো— ৩৫ লাখ মামলায় জর্জরিত বিএনপির ভবিষ্যৎ। দুশ্চিন্তা হলো, স্বৈরাচার সরকারকে কীভাবে সরিয়ে দেওয়া যায় বাংলার জমিন থেকে।’
এসময় তিনি বিএনপির মধ্যে তরুণ নেতাকর্মীদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানার আহ্বান জানান। তিনি বলেন, ‘তাকে জানতে চেষ্টা করুন, অনুপ্রেরণা পাবেন। বাংলাদেশের ইতিহাসে নক্ষত্র হলেন জিয়াউর রহমান।’
মুক্তিযুদ্ধ কারও একক অংশগ্রহণের কারণে হয়নি উল্লেখ করে ইবরাহিম বলেন, ‘মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে একটি দলের কৃতিত্ব বানানো ইতিহাস সহ্য করা হবে না।’