https://public-voice24.com/wp-content/uploads/2022/03/favicon.ico-300x300.png
ঢাকাবুধবার , ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ড্রামে ড্রামে মজুত সয়াবিন তেল, জরিমানা গুনলেন দোকানি

পাবলিক ভয়েস
মার্চ ১২, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলায় ড্রামে ড্রামে সয়াবিন তেল মজুত রাখায় আবুল হোসেন নামে এক দোকানির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ জরিমানা আদায় করেন।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে নিউ আল-আমিন স্টোরের গোডাউনে ৬০ ড্রাম সয়াবিন তেল মজুতের সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুতের অপরাধে দোকান মালিক আবুল হোসেনকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীলের চেষ্টা করছে এমন অভিযোগ ছিল। তাই অভিযান চালানো হয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চলমান থাকবে।